শিক্ষা প্রতিষ্ঠানের নামঃ | আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়। | ||||||||||||||||||||||||||||||||||||
সংক্ষিপ্ত বর্ণনা | চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা উপজেলাধীন তৈলারদ্বীপ গ্রামের তৎকালীন জমিদার বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম এর্শাদ আলী সরকার এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে জনসাধারণের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে থানা সদরে ১৮৮৬ ইং সনে ‘‘ এর্শাদ আলী জুনিয়র স্কুল’’ হিসেবে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। | ||||||||||||||||||||||||||||||||||||
প্রতিষ্ঠাকাল | ১৯১৪ ইংরেজি। | ||||||||||||||||||||||||||||||||||||
ইতিহাস | বিদ্যালয়টিকে সুন্দর ও সুচারুরুপে পরিচালনার জন্য মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদকে দায়িত্ব প্রদান করা হয় এবং তিনি ১৫/০১/১৮৯৯ ইং তারিখ থেকে প্রথম প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে ০১/০১/১৯১৪ ইং তারিখ বিদ্যালয়টিকে ‘‘ Anwara Middle English School ’’ ( আনোয়ারা এম ই স্কুল) হিসেবে নামকরণ করা হয় এবং০১/০১/১৯১৭ ইং তারিখ ‘‘ আনোয়ারা ইংরেজী উচ্চ বিদ্যালয়’’ হিসেবে এ বিদ্যালয়টি কলিকাতা বোর্ড কর্তৃক স্বীকৃত লাভ করে। একই বছর এ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ম্যাট্রিক পরীক্ষায় অংশ নিয়ে ১০০% পাশ করে। ১৮৯৯ ইং সনে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ বিদ্যালয় পর্যায়ক্রমে ১৯৫৭ ইং সনের মধ্যে ৬.৬৭ শতক ভুমির স্বত্বাধিকারী হয়। মরহুম এর্শাদ আলী সরকারের উত্তরাধিকারী আনোয়ারার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব আলহাজ্ব আনোয়ারুল ইসলাম খান (সওগাত) এ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে ১৯৯২ ইং হতে অদ্যাবধি আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। এ বিদ্যালয়টিকে একটি অনুকরণীয় আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। | ||||||||||||||||||||||||||||||||||||
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | ১১৫৫ জন।
| ||||||||||||||||||||||||||||||||||||
ছাত্র-ছাত্রীর সংখ্যা শ্রেণীভিত্তিক) |
| ||||||||||||||||||||||||||||||||||||
পাশের হার | ৭৬.৮৮% | ||||||||||||||||||||||||||||||||||||
শিক্ষক ও কর্মচারীর তালিকা | কপি সংযুক্ত। | ||||||||||||||||||||||||||||||||||||
বর্তমান পরিচালনা কমিটির তথ্য |
| ||||||||||||||||||||||||||||||||||||
বিগত ৫ বছরের সমাপনী | প্রযোজ্য নহে।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস